আর আল্লাহ্র থাকবার ঘরে প্রতিমার স্থান কোথায়? আমরা তো জীবন্ত আল্লাহ্র থাকবার ঘর।পাক-কিতাবে আল্লাহ্ বলেছেন, “আমি আমার লোকদের মধ্যে বাস করব, আর তাদেরই সংগে চলাফেরা করব। আমি তাদের আল্লাহ্ হব, আর তারা আমার নিজের বান্দা হবে।”