সব কিছু তোমাদের উপকারের জন্যই হয়েছে, যেন আল্লাহ্র যে রহমত অনেক লোকের উপর ঢেলে দেওয়া হয়েছে সেই রহমতের জন্য অনেকেই আল্লাহ্কে আরও বেশী করে শুকরিয়া জানায় এবং এইভাবে আল্লাহ্র গৌরব হয়।