তখন তারা আল্লাহ্র সিন্দুকটি ইক্রোণ শহরে পাঠিয়ে দিল।আল্লাহ্র সিন্দুকটি ইক্রোণে নেওয়া হলে পর ইক্রোণের লোকেরা চিৎকার করে বলল, “আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলবার জন্যই এরা বনি-ইসরাইলদের আল্লাহ্র সিন্দুক আমাদের কাছে নিয়ে এসেছে।”