এই কথা জানতে পেরে তারা ভয় পেয়ে বলল, “আল্লাহ্ ওদের ছাউনিতে এসেছেন।” তারা আরও বলল, “সর্বনাশ! এর আগে তো কখনও এমন হয় নি।