কিয়ীলার লোকেরা কি আমাকে তাঁর হাতে তুলে দেবে? আমি যেমন শুনেছি সেইভাবে তালুত কি সত্যিই এখানে আসবেন? হে বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্, তোমার এই গোলামকে তুমি তা বলে দাও।”মাবুদ বললেন, “জ্বী, সে আসবে।”