তারপর তিনি তাঁর মা-বাবাকে এনে মোয়াবের বাদশাহ্র কাছে রাখলেন। যতদিন দাউদ কেল্লা নামে পাহাড়টায় রইলেন ততদিন তাঁরা মোয়াবের বাদশাহ্র কাছে থাকলেন।