1. তারপর হান্না মুনাজাত করে বললেন,“মাবুদকে নিয়েই আমি আনন্দ করি;মাবুদই আমাকে জয় দান করেছেন।আমার শত্রুদের সামনেই আমি মুখ খুলে আনন্দ-কাওয়ালী গাচ্ছি;তুমি আমাকে শত্রুদের হাত থেকে উদ্ধার করেছ বলেআমি আনন্দিতা।
2. মাবুদের মত পবিত্র আর কেউ নেই,কারণ তুমি ছাড়া আর কোন মাবুদ নেই;আমাদের আল্লাহ্র মত আশ্রয়-পাহাড় আর নেই।
3. তোমরা আর গর্বের কথা বোলো না,অহংকারের কথা তোমাদের মুখ থেকে বের না হোক;কারণ আল্লাহ্ এমন মাবুদ যিনি সব কিছু জানেন,আর তিনিই কাজের ওজন করেন।
4. শক্তিমানদের ধনুক ভেংগে গেছে,কিন্তু যারা পড়ে গিয়েছিলতারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে।
5. যাদের পেট ভরা ছিলতারা খাবারের জন্য এখন অন্যের কাজ করছে;কিন্তু যাদের পেটে খিদে ছিলতাদের খিদে মিটে গেছে।যে বন্ধ্যা ছিল সে সাত সন্তানের মা হয়েছে,কিন্তু যার অনেক সন্তান সে এখন দুর্বল,সন্তানের জন্ম দিতে পারে না।
6. মাবুদই মারেন আর মাবুদই বাঁচান;তিনিই কবরে নামান আর তিনিই সেখান থেকে তোলেন।
7. মাবুদই মানুষকে ধনী বা গরীব করেন;হ্যাঁ, তিনিই নীচু করেন আর তিনিই উঁচু করেন।
8. তিনি গরীবকে ধুলার মধ্য থেকে তোলেন,আর অভাবীকে তোলেন ছাইয়ের গাদা থেকে।উঁচু পদের লোকদের সংগে তিনি তাদের বসতে দেন,আর দেন সম্মানের সিংহাসন;কারণ দুনিয়ার থামগুলো মাবুদেরই,তিনি সেগুলোর উপরে জমীনকে স্থাপন করেছেন।
9. তিনি তাঁর ভক্তদের উচোট খাওয়া থেকে রক্ষা করেন,কিন্তু দুষ্ট লোকেরা অন্ধকারে ধ্বংস হয়ে যায়;কারণ নিজের শক্তিতে কোন মানুষ জয়ী হয় না।