আল্লাহ্র কাছ থেকে যখন সেই খারাপ রূহ্ তালুতের উপর আসত তখন দাউদ তাঁর বীণা বাজাতেন। এতে তালুতের ভাল লাগত এবং তিনি শান্তি পেতেন, আর সেই খারাপ রূহ্ও তাঁকে ছেড়ে চলে যেত।