তারপর তিনি বললেন, “তোমরা লোকদের মধ্যে গিয়ে বল যেন তারা তাদের বলদ বা ভেড়া এখানে আমার কাছে নিয়ে এসে জবাই করে আর তার পরে খায়। রক্তসুদ্ধ গোশ্ত খেয়ে কেউ যেন মাবুদের বিরুদ্ধে গুনাহ্ না করে।”সেই রাতে লোকেরা যে যার বলদ নিয়ে এসে সেখানে জবাই করল।