শামুয়েল তাঁকে বললেন, “তুমি এটা কি করেছ?”জবাবে তালুত বললেন, “আমি দেখলাম যে, লোকেরা আমার কাছ থেকে চলে যাচ্ছে এবং ঠিক সময়ে আপনিও আসলেন না, আবার ফিলিস্তিনীরাও এদিকে মিক্মসে এসে জমায়েত হয়েছে।