18. বিন্ইয়ামীনে এলার ছেলে শিমিয়ি।
19. গিলিয়দে, অর্থাৎ আমোরীয়দের বাদশাহ্ সীহোনের ও বাশনের বাদশাহ্ উজের দেশে ঊরির ছেলে গেবর। এই এলাকায় তিনিই ছিলেন একমাত্র শাসনকর্তা।
20. এহুদা ও ইসরাইলের লোকসংখ্যা ছিল সাগরের কিনারার বালুকণার মত অসংখ্য। তারা খাওয়া-দাওয়া করে সুখেই ছিল।