বৎশেবা যখন আদোনিয়ের কথা বলবার জন্য বাদশাহ্ সোলায়মানের কাছে গেলেন তখন বাদশাহ্ উঠে তাঁর সামনে উবুড় হয়ে সালাম জানালেন এবং তারপর তাঁর সিংহাসনে বসলেন। বাদশাহ্ তাঁর মায়ের জন্য একটা আসন আনিয়ে তাঁর ডান পাশে রাখলেন এবং তাঁর মা সেখানে বসলেন।