16. এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না।”তিনি বললেন, “বল।”
17. সে তখন বলতে লাগল, “আপনি বাদশাহ্ সোলায়মানকে বলুন যেন তিনি শূনেমীয়া অবীশগকে আমার সংগে বিয়ে দেন। তিনি আপনার কথা ফেলবেন না।”
18. জবাবে বৎশেবা বললেন, “খুব ভাল, আমি তোমার কথা বাদশাহ্কে বলব।”