কাজেই তিনি উঠে খেলেন। সেই খাবার খেয়ে শক্তিলাভ করে তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত হেঁটে আল্লাহ্র পাহাড় তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন।