১ বাদশাহ্‌নামা 17:6-8 Kitabul Mukkadas (MBCL)

6. দাঁড়কাকেরা সকালে ও বিকালে তাঁর জন্য রুটি ও গোশ্‌ত আনত এবং তিনি সেই স্রোতের পানি খেতেন।

7. দেশে বৃষ্টি না হওয়াতে কিছুকাল পরে সেই স্রোতের পানি শুকিয়ে গেল।

8. তখন মাবুদের এই কালাম ইলিয়াসের উপর নাজেল হল,

১ বাদশাহ্‌নামা 17