১ বাদশাহ্‌নামা 17:18-24 Kitabul Mukkadas (MBCL)

18. স্ত্রীলোকটি তখন ইলিয়াসকে বলল, “হে আল্লাহ্‌র বান্দা, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কি আমাকে আমার গুনাহের কথা মনে করিয়ে দিতে আর আমার ছেলেকে হত্যা করতে এসেছেন?”

19. জবাবে ইলিয়াস বললেন, “তোমার ছেলেটিকে আমার কাছে দাও।” তিনি ছেলেটিকে সেই স্ত্রীলোকের কোল থেকে নিয়ে উপরের যে ঘরে তিনি থাকতেন সেখানে গেলেন এবং তাকে নিজের বিছানার উপর শুইয়ে দিলেন।

20. তারপর তিনি মাবুদকে ডেকে বললেন, “হে আল্লাহ্‌ আমার মাবুদ, আমি যে বিধবার বাড়ীতে থাকি তার ছেলের মৃত্যু ঘটিয়ে কেন তুমি তার উপর এই দুঃখ নিয়ে আসলে?”

21. তারপর তিনি তিন বার ছেলেটির উপরে লম্বা হয়ে শুয়ে মাবুদকে ডেকে বললেন, “হে আল্লাহ্‌ আমার মাবুদ, ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসুক।”

22. মাবুদ ইলিয়াসের কথা শুনলেন এবং ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসল আর সে বেঁচে উঠল।

23. ইলিয়াস তখন ছেলেটিকে তুলে নিয়ে ঐ ঘর থেকে নীচে নেমে বাড়ীর ভিতরে গেলেন। তারপর তাকে তার মায়ের কাছে দিয়ে বললেন, “এই দেখ, তোমার ছেলে বেঁচে আছে।”

24. তখন সেই স্ত্রীলোকটি ইলিয়াসকে বলল, “আমি এখন বুঝতে পারলাম আপনি আল্লাহ্‌র বান্দা, আর মাবুদ আপনার মধ্য দিয়ে যা বলেন তা সত্য।”

১ বাদশাহ্‌নামা 17