তারপর তিনি আল্লাহ্র বান্দাটির তালাশে গেলেন। তিনি তাঁকে একটা এলোন গাছের তলায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, “আপনিই কি আল্লাহ্র সেই বান্দা যিনি এহুদা দেশ থেকে এসেছেন?”জবাবে তিনি বললেন, “জ্বী, আমিই সেই লোক।”