সোলায়মানের বিরুদ্ধে আল্লাহ্ আর একজন শত্রু দাঁড় করালেন। সে হল ইলিয়াদার ছেলে রষোণ। সে তার মালিক সোবার বাদশাহ্ হদদেষরের কাছ থেকে পালিয়ে গিয়েছিল।