31. তখন বৎশেবা মাটিতে উবুড় হয়ে সালাম জানিয়ে বাদশাহ্কে বললেন, “আমার প্রভু মহারাজ দাউদ চিরজীবী হোন।”
32. বাদশাহ্ দাউদ বললেন, “ইমাম সাদোক, নবী নাথন এবং যিহোয়াদার ছেলে বনায়কে আমার কাছে ডেকে আন।” তাঁরা বাদশাহ্র কাছে আসলেন।
33. বাদশাহ্ তাঁদের বললেন, “আপনারা আমার রক্ষীদলকে সংগে নিন এবং আমার ছেলে সোলায়মানকে আমার নিজের খ"চরে বসিয়ে তাকে নিয়ে জিহোন উপত্যকায় যান।
34. ইমাম সাদোক ও নবী নাথন সেখানে তাকে ইসরাইলের বাদশাহ্ হিসাবে অভিষেক করুন। তারপর আপনারা শিংগা বাজিয়ে চিৎকার করে বলুন, ‘বাদশাহ্ সোলায়মান চিরজীবী হোন।’