22. এখন সত্যকে মেনে নিয়ে তোমরা তোমাদের দিলকে পাক-সাফ করেছ, আর সেইজন্য ঈমানদার ভাইয়েরা তোমাদের কাছে এত প্রিয়। তাই বলি, তোমরা একে অন্যকে দিল দিয়ে গভীর ভাবে মহব্বত কোরো।
23. যে বীজ ধ্বংস হয়ে যায় এমন কোন বীজ থেকে তোমাদের নতুন জন্ম হয় নি, বরং যে বীজ কখনও ধ্বংস হয় না তা থেকেই তোমাদের জন্ম হয়েছে। সেই বীজ হল আল্লাহ্র জীবন্ত ও চিরস্থায়ী কালাম।
24. পাক-কিতাবে লেখা আছে,সব মানুষ ঘাসের মত,আর ঘাসের ফুলের মতইতাদের সব সৌন্দর্য;ঘাস শুকিয়ে যায়,আর ফুলও ঝরে যায়,
25. কিন্তু প্রভুর কালাম চিরকাল থাকে।আর এই কালামই সেই সুসংবাদ, যা তোমাদের কাছে তবলিগ করা হয়েছে।