19. পাক-রূহ্কে নিভিয়ে ফেলো না।
20. যাঁরা নবী হিসাবে আল্লাহ্র কালাম বলেন তাঁদের কথা তুচ্ছ কোরো না, বরং সব কিছু যাচাই করে দেখো।
21. যা ভাল তা ধরে রেখো,
22. আর সব রকম খারাপী থেকে দূরে থেকো।
23. শান্তিদাতা আল্লাহ্ নিজেই তোমাদের সম্পূর্ণভাবে পবিত্র করুন, আর আমাদের হযরত ঈসা মসীহ্ আসবার সময়ে তোমাদের সম্পূর্ণ দেহ-রূহ্-মন নির্দোষ রাখুন।
24. মনে রেখো, যিনি তোমাদের ডেকেছেন তিনি নির্ভরযোগ্য; তিনি নিশ্চয়ই তা করবেন।