7. বাইরের লোকদের কাছে তাঁর সুনাম থাকা দরকার, যেন তিনি দুর্নামের ভাগী না হন এবং ইবলিসের ফাঁদে না পড়েন।
8. তেমনি করে খেদমতকারীরাও যেন সম্মান পাবার যোগ্য এবং এক কথার লোক হন। তাঁরা যেন মাতাল না হন, আর অন্যায় লাভের দিকে যেন তাঁদের ঝোঁক না থাকে।
9. তাঁরা যেন পরিষ্কার বিবেকে ঈসায়ী ঈমানের গোপন সত্য ধরে রাখেন।
10. তাঁদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর যদি তাঁরা নির্দোষ বলে প্রমাণিত হন তবে খেদমতকারী হতে পারবেন।
11. ঠিক সেইভাবে তাঁদের স্ত্রীরাও যেন সম্মানের যোগ্যা হন। তাঁরা যেন অন্যের দুর্নাম করে না বেড়ান এবং নিজেদের দমনে রাখেন। সব বিষয়ে যেন তাঁদের বিশ্বাস করা যায়।
12. খেদমতকারীরও মাত্র একজন স্ত্রী থাকবে। তিনি যেন ভাল ভাবে তাঁর ছেলেমেয়েদের ও সংসার পরিচালনা করেন।
13. যে খেদমতকারী ভাল ভাবে কাজ করেন তিনি সম্মান লাভ করেন এবং মসীহ্ ঈসার উপর ঈমানের দরুন তাঁর দিল সাহসে পূর্ণ হয়।
16. ঈসায়ী ঈমানের গোপন সত্য যে মহান তা অস্বীকার করা যায় না। সেই সত্য এই-তিনি মানুষ হিসাবে প্রকাশিত হলেন;তিনি যে নির্দোষ পাক-রূহ্ তা প্রমাণ করলেন;ফেরেশতারা তাঁকে দেখেছিলেন;সমস্ত জাতির কাছে তাঁর বিষয় তবলিগ করা হয়েছিল;দুনিয়াতে তাঁর উপর লোকেরা ঈমান এনেছিল;বেহেশতে তাঁকে মহিমার সংগে তুলে নেওয়া হয়েছিল।