34. যোনাথনের ছেলে মরীব্-বাল ও মরীব্-বালের ছেলে মিকাহ্।
35. মিকাহ্র ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস।
36. আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা,
37. মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল।
38. আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইসমাইল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
39. আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় এলীফেলট।
40. ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন।