34. সামেরের ছেলেরা হল অহি, রোগহ, যিহুব্ব ও ইরাম।
35. সামেরের ভাই হেলমের ছেলেরা হল শোফহ, যিম্ন, শেলশ ও আমল।
36. শোফহের ছেলেরা হল সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী, যিম্র,
37. বেৎসর, হোদ, শম্ম, শিল্শ, যিত্রণ ও বেরা।
38. যেথরের ছেলেরা হল যিফুন্নি, পিসপ ও অরা।
39. উল্লের ছেলেরা হল আরহ, হন্নীয়েল ও রিৎসিয়।