১ খান্দাননামা 7:26-36 Kitabul Mukkadas (MBCL)

26. তহনের ছেলে লাদন, লাদনের ছেলে অম্মীহূদ, অম্মীহূদের ছেলে ইলীশামা,

27. ইলীশামার ছেলে নূন ও নূনের ছেলে ইউসা।

28. বেথেল ও তার চারপাশের গ্রামগুলো, পূর্ব দিকে নারণ, পশ্চিম দিকে গেষর ও তার চারপাশের গ্রামগুলো ছিল আফরাহীমের জমিজমা ও বাসস্থান। এছাড়া শিখিম ও তার গ্রামগুলো থেকে অয়া ও তার গ্রামগুলো পর্যন্ত ছিল তাদের এলাকা।

29. মানশার সীমানা বরাবর বৈৎশান, তানক, মগিদ্দো, দোর ও এগুলোর চারপাশের সব গ্রামও ছিল তাদের। ইসরাইলের ছেলে ইউসুফের বংশধরেরা এই সব শহরে ও গ্রামে বাস করত।

30. আশেরের ছেলেরা হল যিম্ন, যিশ্‌বাঃ, যিশ্‌বী ও বরীয়। সেরহ ছিল তাদের বোন।

31. বরীয়ের ছেলেরা হল হেবর ও মল্কীয়েল। মল্কীয়েল ছিল বির্ষোতের পিতা।

32. হেবরের ছেলেরা হল যফ্‌লেট, শোমের ও হোথম। শূয়া ছিল তাদের বোন।

33. যফ্‌লেটের ছেলেরা হল পাসক, বিম্‌হল ও অশ্বৎ।

34. সামেরের ছেলেরা হল অহি, রোগহ, যিহুব্ব ও ইরাম।

35. সামেরের ভাই হেলমের ছেলেরা হল শোফহ, যিম্ন, শেলশ ও আমল।

36. শোফহের ছেলেরা হল সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী, যিম্র,

১ খান্দাননামা 7