6. উষির ছেলে সরহিয়, সরহিয়ের ছেলে মরায়োৎ,
7. মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
8. অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে অহীমাস,
9. অহীমাসের ছেলে অসরিয়, অসরিয়ের ছেলে যোহানন,
10. যোহাননের ছেলে অসরিয়। ইনি জেরুজালেমে সোলায়মানের তৈরী বায়তুল-মোকাদ্দসে ইমামের কাজ করতেন।
11. অসরিয়ের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটূব,
12. অহীটূবের ছেলে সাদোক, সাদোকের ছেলে শল্লুম,
13. শল্লুমের ছেলে হিল্কিয়, হিল্কিয়ের ছেলে অসরিয়,
14. অসরিয়ের ছেলে সরায় এবং সরায়ের ছেলে যিহোষাদক।
15. মাবুদ যে সময় বখতে-নাসারকে দিয়ে এহুদা ও জেরুজালেমের লোকদের বন্দীদশায় পাঠিয়েছিলেন সেই সময় যিহোষাদককেও সেখানে পাঠিয়েছিলেন।
16. লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।
17. গের্শোনের ছেলেদের নাম হল লিব্নি আর শিমিয়ি।
18. কহাতের ছেলেরা হল ইমরান, যিষ্হর, হেবরন ও উষীয়েল।
19. মরারির ছেলেরা হল মহলি ও মূশি। পূর্বপুরুষদের বংশ অনুসারে এদের নাম লেবীয়দের বংশ-তালিকায় লেখা হয়েছিল।
20. গের্শোনের ছেলে লিব্নি, লিব্নির ছেলে যহৎ, যহতের ছেলে সিম্ম,