কিন্তু হারুন ও তাঁর বংশের লোকেরা আল্লাহ্র গোলাম মূসার সমস্ত হুকুম অনুসারে পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্ ও ধূপগাহের উপরে কোরবানী দিতেন এবং মহাপবিত্র স্থানে যা কিছু করবার দরকার তা করতেন আর ইসরাইল জাতির গুনাহ্ ঢাকা দেবার ব্যবস্থা করতেন।