পরে দাউদ সমস্ত লোকদের বললেন, “আপনারা আপনাদের মাবুদ আল্লাহ্র প্রশংসা করুন।” তখন তারা সবাই তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র প্রশংসা করল এবং মাবুদ ও বাদশাহ্র উদ্দেশে উবুড় হয়ে সম্মান জানাল।