এঁরা সবাই ছিলেন বাদশাহ্র দর্শক নবী হেমনের ছেলে। আল্লাহ্র ওয়াদা অনুসারে হেমনকে শক্তিশালী করবার জন্য আল্লাহ্ তাঁকে চৌদ্দটি ছেলে ও তিনটি মেয়ে দিয়েছিলেন।