যিদূথূনের ছয়জন ছেলে গদলিয়, সরী, যিশায়াহ, শিমিয়ি, হশবিয় ও মত্তিথিয়। তাঁরা তাঁদের পিতা যিদূথূনের পরিচালনায় সুরবাহার বাজিয়ে মাবুদের প্রশংসা ও শুকরিয়ার মধ্য দিয়ে তাঁর কালাম প্রকাশ করতেন।