১ খান্দাননামা 2:7-12 Kitabul Mukkadas (MBCL)

7. শিম্রির নাতি, অর্থাৎ কর্মির ছেলে ছিল আখন, যার আর এক নাম ছিল আখর, সে ধ্বংসের জন্য ঠিক করে রাখা জিনিস নিয়ে ইসরাইলের উপর বিপদ ডেকে এনেছিল।

8. এথনের একজন ছেলের নাম ছিল অসরিয়।

9. হিষ্রোণের ছেলেরা হল যিরহমেল, রাম ও কালুবায়।

10. রামের ছেলে হল অম্মীনাদব। অম্মীনাদবের ছেলে হল নহশোন; তিনি এহুদা-গোষ্ঠীর নেতা ছিলেন।

11. নহশোনের ছেলে সল্‌মোন ও সল্‌মোনের ছেলে বোয়স;

12. বোয়সের ছেলে ওবেদ আর ওবেদের ছেলে ইয়াসি।

১ খান্দাননামা 2