১ খান্দাননামা 2:27-44-45 Kitabul Mukkadas (MBCL)

27. যিরহমেলের বড় ছেলে রামের ছেলেরা হল মাষ, যামীন ও একর।

28. ওনমের ছেলেরা হল শম্ময় ও যাদা। শম্ময়ের ছেলেরা হল নাদব ও অবীশূর।

29. অবীশূরের স্ত্রীর নাম ছিল অবীহয়িল। তার গর্ভে অহবান ও মোলীদের জন্ম হয়েছিল।

30. নাদবের ছেলেরা হল সেলদ ও অপ্পয়িম। সেলদ কোন ছেলেমেয়ে না রেখে মারা গেল।

31. অপ্পয়িমের ছেলে যিশী, যিশীর ছেলে শেশন ও শেশনের ছেলে অহলয়।

32. শম্ময়ের ভাই যাদার ছেলেরা হল যেথর ও যোনাথন। যেথর কোন ছেলেমেয়ে না রেখে মারা গেল।

33. যোনাথনের ছেলেরা হল পেলৎ ও সাসা। এরা ছিল যিরহমেলের বংশ।

34. শেশনের কেবল মেয়ে ছিল, কোন ছেলে ছিল না। যার্হা নামে শেশনের একজন মিসরীয় গোলাম ছিল।

35. শেশন তার গোলাম যার্হার সংগে তার একজন মেয়ের বিয়ে দিল এবং সেই মেয়ের গর্ভে অত্তয়ের জন্ম হয়েছিল।

36. অত্তয়ের ছেলে নাথন, নাথনের ছেলে সাবদ,

37. সাবদের ছেলে ইফ্‌লল, ইফ্‌ললের ছেলে ওবেদ,

38. ওবেদের ছেলে যেহূ, যেহূর ছেলে অসরিয়,

39. অসরিয়ের ছেলে হেলস, হেলসের ছেলে ইলীয়াসা,

40. ইলীয়াসার ছেলে সিস্‌ময়, সিস্‌ময়ের ছেলে শল্লুম,

41. শল্লুমের ছেলে যিকমিয়া আর যিকমিয়ার ছেলে ইলীশামা।

42. যিরহমেলের ভাই কালুবায়ের ছেলেদের মধ্যে মেশা ছিল বড়। মেশার ছেলে সীফ, সীফের ছেলে মারেশা আর মারেশার ছেলে হেবরন।

43. হেবরনের ছেলেরা হল কারুন, তপূহ, রেকম ও শেমা।

44-45. শেমার ছেলে রহম, রহমের ছেলে যর্কিয়ম। রেকমের ছেলে শম্ময়, শম্ময়ের ছেলে মায়োন আর মায়োনের ছেলে বৈৎ-সূর।

১ খান্দাননামা 2