১ খান্দাননামা 2:10-16 Kitabul Mukkadas (MBCL)

10. রামের ছেলে হল অম্মীনাদব। অম্মীনাদবের ছেলে হল নহশোন; তিনি এহুদা-গোষ্ঠীর নেতা ছিলেন।

11. নহশোনের ছেলে সল্‌মোন ও সল্‌মোনের ছেলে বোয়স;

12. বোয়সের ছেলে ওবেদ আর ওবেদের ছেলে ইয়াসি।

13. ইয়াসির বড় ছেলে হল ইলীয়াব, দ্বিতীয় অবীনাদব, তৃতীয় শম্ম,

14. চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়,

15. ষষ্ঠ ওৎসম ও সপ্তম দাউদ।

16. তাদের বোনেরা হল সরূয়া ও অবীগল। অবীশয়, যোয়াব ও অসাহেল ছিলেন সরূয়ার তিনজন ছেলে।

১ খান্দাননামা 2