11. উষের উপর মাবুদের এই রাগ দেখে দাউদ অসন্তুষ্ট হলেন। আজও সেই জায়গাটাকে বলা হয় পেরষ-উষঃ।
12. দাউদ সেই দিন আল্লাহ্কে খুব ভয় করলেন। তিনি বললেন, “আল্লাহ্র সিন্দুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে?”
13. সিন্দুকটি তিনি দাউদ-শহরে নিজের কাছে নিয়ে গেলেন না। তিনি সেটি নিয়ে গাতীয় ওবেদ-ইদোমের বাড়ীতে রাখলেন।