১ খান্দাননামা 1:32-40 Kitabul Mukkadas (MBCL)

32. ইব্রাহিমের উপস্ত্রী কাতুরার ছেলেরা হল সিম্রণ, যক্‌ষণ, মদান, মাদিয়ান, যিশ্‌বক ও শূহ। যক্‌ষণের ছেলেরা হল সাবা ও দদান।

33. মাদিয়ানের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্‌দায়া। এরা সবাই ছিল কাতুরার ছেলে ও নাতি।

34. ইব্রাহিমের ছেলে ইসহাকের ছেলেরা হল ইস্‌ আর ইসরাইল।

35. ইসের ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কারুন।

36. ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্নার গর্ভে আমালেক।

37. রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা।

38. সেয়ীরের ছেলেরা হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।

39. লোটনের ছেলেরা হল হোরি ও হোমম। তিম্না ছিল লোটনের বোন।

40. শোবলের ছেলেরা হল অলিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের ছেলেরা হল অয়া ও অনা।

১ খান্দাননামা 1