1. আদমের ছেলে শিস, শিসের ছেলে আনুশ,
2. আনুশের ছেলে কীনান, কীনানের ছেলে মাহলাইল, মাহলাইলের ছেলে ইয়ারুদ,
3. ইয়ারুদের ছেলে ইনোক, ইনোকের ছেলে মুতাওশালেহ, মুতাওশালেহের ছেলে লামাক ও লামাকের ছেলে নূহ্।
11-12. লিডীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, কস্লূহীয় ও ক্রীটীয়রা ছিল মিসরের বংশের লোক। কস্লূহীয়রা ছিল ফিলিস্তিনীদের পূর্বপুরুষ।
13-16. কেনানের বড় ছেলের নাম ছিল সিডন। তার পরে হেতের জন্ম হয়েছিল। যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় এবং হমাতীয়রা ছিল কেনানের বংশের লোক।
20-23. ইয়াকতানের ছেলেরা হল অল্মোদদ, শেলফ, হাযরামাওত, যেরহ, হদোরাম, ঊসল, দিক্ল, এবল, অবীমায়েল, সাবা, ওফীর, হবীলা ও যোবব।
25-27. শালেখের ছেলে আবের, আবেরের ছেলে ফালেজ, ফালেজের ছেলে রাউ, রাউর ছেলে সারূজ, সারূজের ছেলে নাহুর, নাহুরের ছেলে তারেখ ও তারেখের ছেলে ইব্রাম, অর্থাৎ ইব্রাহিম।
28-31. ইব্রাহিমের ছেলেরা হল ইসহাক ও ইসমাইল। তাঁদের বংশের কথা এই: ইসমাইলের বড় ছেলে নাবায়ুত, তার পরে কায়দার, অদ্বেল, মিব্সম, মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা, যিটূর, নাফীশ ও কেদমা।