14. যে লোক রূহানী নয় সে আল্লাহ্র রূহের কাছ থেকে যা আসে তা গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মুর্খতা। সেগুলো সে বুঝতে পারে না, কারণ পাক-রূহ্ শিক্ষা না দিলে সেগুলো পরীক্ষা করে দেখা যায় না।
15. যে লোক রূহানী সে সব কিছুই পরীক্ষা করে দেখে, কিন্তু কেউ তাকে পরীক্ষা করে দেখতে পারে না।
16. পাক-কিতাবে লেখা আছে,কে মাবুদের মন বুঝতে পেরেছে যে,সে তাঁকে উপদেশ দিতে পারে?কিন্তু মসীহের মন আমাদের দিলে রয়েছে।