আমরা আরও জানি যে, ইব্নুল্লাহ্ এসে আমাদের বুঝবার শক্তি দিয়েছেন যেন সত্য আল্লাহ্কে আমরা জানতে পারি। যিনি সত্য আল্লাহ্ আমরা তাঁর সংগে যুক্ত, অর্থাৎ তাঁর পুত্র ঈসা মসীহের সংগে যুক্ত। তিনিই সত্য আল্লাহ্ এবং তিনিই অনন্ত জীবন।