20. যে বলে সে আল্লাহ্কে মহব্বত করে অথচ তার ভাইকে ঘৃণা করে সে মিথ্যাবাদী; কারণ চোখে দেখা ভাইকে যে মহব্বত করে না সে অদেখা আল্লাহ্কে কেমন করে মহব্বত করতে পারে?
21. আমরা তাঁর কাছ থেকে এই হুকুম পেয়েছি যে, আল্লাহ্কে যারা মহব্বত করে তারা যেন ভাইকেও মহব্বত করে।