তার পরে তারা তাদের মাবুদ আল্লাহ্র ও তাদের বাদশাহ্ দাউদের দিকে ফিরবে। কেয়ামতের সময়ে তারা মাবুদের দোয়া পাবার জন্য ভয়ে ভয়ে তাঁর কাছে আসবে।