হেদায়েতকারী 7:27-29 Kitabul Mukkadas (MBCL)

27. হেদায়েতকারী বলছেন, “দেখ, সব কিছুর পিছনে যে পরিকল্পনা আছেতা খুঁজে দেখবার জন্য আমি ধাপে ধাপে এগিয়ে গিয়েকতগুলো বিষয় জানতে পারলাম।

28. আমি যখন জ্ঞানের খোঁজ করছিলাম কিন্তু পাচ্ছিলাম নাতখন আমি হাজার জনের মধ্যেএকজন খাঁটি পুরুষ লোককে পেলাম,কিন্তু তাদের মধ্যে একজন স্ত্রীলোককেও খাঁটি দেখতে পাই নি।

29. কেবল এটাই আমি জানতে পারলাম যে,আল্লাহ্‌ মানুষকে খাঁটিই তৈরী করেছিলেন,কিন্তু মানুষ নানা চালাকির পিছনে চলে গেছে।”

হেদায়েতকারী 7