হেদায়েতকারী 7:2-7 Kitabul Mukkadas (MBCL)

2. মেজবানীর ঘরে যাওয়ার চেয়ে শোকের ঘরে যাওয়া ভাল,কারণ সকলেই একদিন মারা যাবে;জীবিতদের এই কথা মনে রাখা উচিত।

3. আনন্দ করার চেয়ে কষ্ট ভোগ করা ভাল,কারণ মুখে দুঃখের ভাব থাকলেও দিলে সুখ থাকতে পারে।

4. জ্ঞানীর দিল শোকের ঘরে থাকে,কিন্তু বোকা লোকদের দিল থাকে আমোদের ঘরে।

5. বোকাদের গান শোনার চেয়েজ্ঞানী লোকের বকুনি শোনা ভাল।

6. পাত্রের তলায় আগুনে কাঁটা পোড়ালে কেবল শব্দই হয়;বোকাদের হাসিও ঠিক তেমনি।এও অসার।

7. জ্ঞানী লোক যদি জুলুম করে তবে সে বোকা হয়ে যায়,আর ঘুষ দিল নষ্ট করে।

হেদায়েতকারী 7