হেদায়েতকারী 7:17-24 Kitabul Mukkadas (MBCL)

17. দুষ্টতার বশে থেকো না, বোকামিও কোরো না।কেন তুমি অসময়ে মারা যাবে?

18. এই দু’টা উপদেশ ধরে রেখো, কোনটাকেই ছেড়ে দিয়ো না;যে লোক আল্লাহ্‌কে ভয় করেসে কোন কিছুই অতিরিক্ত করে না।

19. দশজন শাসনকর্তা শহরকে যত না শক্তিশালী করেজ্ঞান একজন জ্ঞানী লোককে তার চেয়েও শক্তিশালী করে।

20. দুনিয়াতে এমন কোন সৎ লোক নেইযে সব সময় ভাল কাজ করে, কখনও গুনাহ্‌ করে না।

21. লোকে যা বলে তার সব কথায় কান দিয়ো না,হয়তো শুনবে যে, তোমার চাকর তোমাকে বদদোয়া দিচ্ছে;

22. কারণ তুমি তো তোমার দিলে জান যে,অনেকবার তুমি নিজেই অন্যদের বদদোয়া দিয়েছ।

23. এই সব আমার জ্ঞান দিয়ে আমি পরীক্ষা করে দেখে বললাম,“আমি জ্ঞানী হবই হব।”কিন্তু তা আমার নাগালের বাইরে।

24. জীবনের প্রকৃত অর্থ খুবই গভীর,তা নাগালের বাইরে;কে তা খুঁজে পেতে পারে?

হেদায়েতকারী 7