1. ভাল খোশবুর চেয়ে সুনাম ভাল,জন্মের দিনের চেয়ে মৃত্যুর দিন ভাল।
2. মেজবানীর ঘরে যাওয়ার চেয়ে শোকের ঘরে যাওয়া ভাল,কারণ সকলেই একদিন মারা যাবে;জীবিতদের এই কথা মনে রাখা উচিত।
3. আনন্দ করার চেয়ে কষ্ট ভোগ করা ভাল,কারণ মুখে দুঃখের ভাব থাকলেও দিলে সুখ থাকতে পারে।
4. জ্ঞানীর দিল শোকের ঘরে থাকে,কিন্তু বোকা লোকদের দিল থাকে আমোদের ঘরে।
5. বোকাদের গান শোনার চেয়েজ্ঞানী লোকের বকুনি শোনা ভাল।
6. পাত্রের তলায় আগুনে কাঁটা পোড়ালে কেবল শব্দই হয়;বোকাদের হাসিও ঠিক তেমনি।এও অসার।
7. জ্ঞানী লোক যদি জুলুম করে তবে সে বোকা হয়ে যায়,আর ঘুষ দিল নষ্ট করে।
8. কোন কাজের শুরুর চেয়ে শেষ ভাল,আর অহংকারের চেয়ে ধৈর্য ভাল।
9. তোমার দিলকে তাড়াতাড়ি রেগে উঠতে দিয়ো না,কারণ রাগ বোকাদেরই দিলে বাস করে।
10. “এখনকার চেয়ে আগেকার কাল কেন ভাল ছিল?”এই কথা জিজ্ঞাসা কোরো না,কারণ এই প্রশ্ন করা বুদ্ধিমানের কাজ নয়।
11. জ্ঞান সম্পত্তি পাওয়ার মত ভাল জিনিস;তা জীবিত লোকদের উপকার করে।
12. টাকা-পয়সার মতই জ্ঞান নিরাপত্তা দান করে,তবে জ্ঞানের সুবিধা হল এই যে,জ্ঞানীর জ্ঞানই তার জীবন রক্ষা করে।
13. আল্লাহ্র কাজ ভেবে দেখ।তিনি যা বাঁকা করেছেন কে তা সোজা করতে পারে?
14. সুখের দিনে সুখী হও;কিন্তু দুঃখের দিনে এই কথা ভেবে দেখো যে,আল্লাহ্ যেমন সুখ রেখেছেন তেমনি দুঃখও রেখেছেন,যেন মানুষ তার ভবিষ্যতের কোন কিছুইজানতে না পারে।
15. আমার এই অসার জীবনকালে আমি দেখেছি যে,একজন সৎ লোক তার সততার মধ্যে ধ্বংস হয়ে যায়,আর একজন দুষ্ট লোক তার দুষ্টতার মধ্যেঅনেক দিন বেঁচে থাকে।