হেদায়েতকারী 4:5-9 Kitabul Mukkadas (MBCL)

5. বোকা লোক হাত গুটিয়ে রেখে নিজেকে ধ্বংস করে।

6. বাতাসের পিছনে দৌড়াবার জন্য পরিশ্রম করে দু’মুঠো পাওয়ার চেয়ে শান্তির সংগে এক মুঠো পাওয়া অনেক ভাল।

7. সূর্যের নীচে আমি আরও কিছু নিষ্ফলতা দেখতে পেলাম।

8. কোন একজন লোক একেবারে একা- তার ছেলেও নেই, ভাইও নেই; তবুও তার পরিশ্রমের শেষ নেই আর ধন-সম্পদে তার চোখ ভরে না। সে জিজ্ঞাসা করল, “কার জন্য আমি পরিশ্রম করছি? কেন আমোদ-প্রমোদ থেকে নিজেকে সরিয়ে রাখছি?” এটা অসার, ভারী কষ্টের ব্যাপার।

9. একজনের চেয়ে দ’ুজন ভাল, কারণ তাদের কাজে অনেক ফল হয়।

হেদায়েতকারী 4