হেদায়েতকারী 12:6-14 Kitabul Mukkadas (MBCL)

6. রূপার তার ছিঁড়ে যাওয়ার আগে,কিংবা সোনার পাত্র ভেংগে যাওয়ার আগে,ঝর্ণার কাছে কলসী চুরমার করার আগে,কিংবা কূয়ার পানি তোলার চাকা ভেংগে যাওয়ার আগেতোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর।

7. মাটি মাটিতেই ফিরে যাবে,আর যে রূহ্‌ আল্লাহ্‌ দিয়েছেনসেই রূহ্‌ তাঁর কাছেই ফিরে যাবে।

8. হেদায়েতকারী বলছেন, “অসার, অসার, সব কিছুই অসার!”

9. হেদায়েতকারী নিজে জ্ঞানী ছিলেন এবং তিনি লোকদেরও জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক চলতি কথা সাজিয়েছেন।

10. তিনি উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খাঁটি ও সত্যি কথা।

11. জ্ঞানী লোকদের কথা রাখালের খোঁচানো লাঠির মত। তাঁদের কথাগুলো একত্র করলে মনে হয় যেন সেগুলো সব শক্ত করে গাঁথা পেরেক। সেই সব একজন রাখালের দেওয়া কথা।

12. ছেলে আমার, এই কথার সংগে কিছু যোগ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে সতর্ক থেকো। বই লেখার শেষ নেই আর অনেক পড়াশোনায় শরীর ক্লান্ত হয়।

13. এখন সব কিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে, আল্লাহ্‌কে ভয় করবার ও তাঁর সব হুকুম পালন করবার মধ্য দিয়ে মানুষের সমস্ত কর্তব্য পালন করা হয়।

14. আল্লাহ্‌ প্রত্যেকটি কাজের, এমন কি, প্রত্যেকটি গোপন ব্যাপারের বিচার করবেন্ত তা ভাল হোক বা খারাপ হোক।

হেদায়েতকারী 12