4. যে লোক উপযুক্ত বাতাসের জন্য অপেক্ষা করেতার বীজ বোনা হয় না;যে লোক উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করেতার ফসল কাটা হয় না।
5. কেমন করে মায়ের গর্ভের শিশুর মধ্যে রূহ্ প্রবেশ করেতা যেমন তুমি জান না,তেমনি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ্র কাজওতুমি বুঝতে পার না।
6. তোমার বীজ সকালে বোনো,বিকালেও তোমার হাতকে সেই কাজ করতে দিয়ো,কারণ কোন্ সময়ের কাজ সফল হবেনাকি দু’টাই সমানভাবে ভাল হবে,তা তো তুমি জান না।
7. আলো সুন্দর, আর সূর্য দেখতে পাওয়া ভাল।
8. একজন লোক যদি অনেক বছর বেঁচে থাকেতবে সে যেন সেই দিনগুলোতে আনন্দ ভোগ করে।কিন্তু অন্ধকারের দিনগুলোর কথাও যেন সে মনে রাখে,কারণ সেগুলো হবে অনেক।যা কিছু ঘটবে তা সবই অস্থায়ী।
9. হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও,যুবা বয়সের দিনগুলোতে তোমার দিলতোমাকে আনন্দিত করুক।তোমার দিলের ইচ্ছামত পথে চলআর তোমার চোখে যা ভাল লাগে তা-ই কর,কিন্তু জেনে রেখো, এই সব কাজের জন্যআল্লাহ্ তোমার বিচার করবেন।
10. কাজেই তোমার দিল থেকে বিরক্তি দূর করে দাও,আর তোমার শরীরকে কষ্ট পেতে দিয়ো না,কারণ যৌবন ও শক্তি স্থায়ী নয়।