হেদায়েতকারী 10:4-15 Kitabul Mukkadas (MBCL)

4. শাসনকর্তা যদি তোমার উপর রেগে ওঠেনতবুও তুমি তোমার পদ ত্যাগ কোরো না;শান্তভাব থাকলে বড় বড় অন্যায়ও মাফ করা যায়।

5. সূর্যের নীচে আমি একটা ব্যাপার দেখেছি যা ঠিক নয়:শাসনকর্তারা এই রকমের ভুল করে থাকে-

6. বুদ্ধিহীনেরা নিযুক্ত হয় বড় বড় পদে,আর ধনীরা নিযুক্ত হয় নীচু পদে।

7. আমি গোলামদের ঘোড়ার পিঠে আর উঁচু পদের কর্মচারীদেরগোলামের মত পায়ে হেঁটে চলতে দেখেছি।

8. যে গর্ত খোঁড়ে সে তার মধ্যে পড়তে পারে;যে দেয়াল ভাংগে তাকে সাপে কামড়াতে পারে।

9. যে পাথর কাটে সে তার দ্বারাই আঘাত পেতে পারে;যে কাঠ কাটে সে তার দ্বারাই বিপদে পড়তে পারে।

10. কুড়াল যদি ভোঁতা হয় আর তাতে ধার দেওয়া না হয়,তবে তা ব্যবহার করতে বেশী শক্তি লাগে,কিন্তু জ্ঞান ব্যবহার করে মানুষ সফল হয়।

11. সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয়তবে সাপুড়ের কোন লাভ হয় না।

12. জ্ঞানী লোকের মুখের কথায় থাকে দয়া,কিন্তু বোকা তার মুখের কথা দিয়ে নিজেকে ধ্বংস করে।

13. তার কথার শুরুতে থাকে নির্বুদ্ধিতা,শেষে থাকে পুরোপুরি বিচারবুদ্ধিহীনতা।

14. বুদ্ধিহীনেরা অনেক কথা বলে,কিন্তু কি হবে তা কেউ জানে না,আর ভবিষ্যতে কি ঘটবে তা মানুষকে কে বলে দিতে পারে?

15. বোকার পরিশ্রম তাকে ক্লান্ত করে;সে এত বোকা যে, শহরে যাবার রাস্তাও সে জানে না।

হেদায়েতকারী 10