16. ঘৃণ্য সেই দেশ, যেখানে বালক রাজপদ পায়আর সেখানকার মন্ত্রীরা সকাল বেলাতেই মেজবানী খায়।
17. ধন্য সেই দেশ, যার বাদশাহ্ উঁচু বংশের লোক,আর সেখানকার মন্ত্রীরা মাত্লামির জন্য নয়কিন্তু শক্তির জন্য উপযুক্ত সময়ে খাওয়া-দাওয়া করে।
18. অলস লোকের ঘরের ছাদ ধ্বসে যায়;অলসতার জন্য ঘরে পানি পড়ে।
19. হাসিখুশীর জন্যই মেজবানীর ব্যবস্থা করা হয়;আংগুর-রস জীবনে আনন্দ আনে;টাকা-পয়সা সব কিছু যোগায়।
20. বাদশাহ্কে মনে মনে বদদোয়া দিয়ো নাকিংবা নিজের শোবার ঘরে ধনীকে বদদোয়া দিয়ো না,কারণ আকাশের পাখীও তোমার কথা বয়ে নিয়ে যেতে পারে;সে উড়ে গিয়ে তোমার কথাগুলো বলে দিতে পারে।