হিজরত 15:11-14 Kitabul Mukkadas (MBCL)

11. “হে মাবুদ,দেবতাদের মধ্যে কে আছে তোমার মত?কে আছে তোমার মত এমন পবিত্রতায় মহানআর মহিমায় ভয়ংকর?এমন কুদরতি কাজের শক্তি কার আছে?

12. তোমার ডান হাতখানা তুমি বাড়িয়ে দিলে,আর দুনিয়া তাদের গিলে ফেলল।

13. তোমার অটল মহব্বতে তুমি যাদের ছাড়িয়ে আনলেতাদের তুমিই চালিয়ে নেবে।তোমার নিজের শক্তিতে তোমার পবিত্র বাসস্থানেতুমি তাদের চালিয়ে আনবে।

14. সেই কথা শুনে অন্য জাতিরা ভীষণ ভয়ে কাঁপবে,আর ফিলিস্তিনীদের মন দারুণ ব্যথায় কাতর হবে।

হিজরত 15